Ajker Patrika

পেশার স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭: ১৫
পেশার স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা

মোবাইল ফোন মেরামতসেবাকে পেশা হিসেবে স্বীকৃতি চেয়েছেন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে ব্ল্যাকলিস্ট চেক সিস্টেম আইএমইআই রেজিস্ট্রেশন ডেটাবেইস সার্ভার ওয়েবসাইট চালু, এই পেশাসংক্রান্ত আইন প্রণয়নসহ বেশ কিছু দাবি তোলে সংগঠনটি। 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট।

হাজবুল আলম জুলিয়েট বলেন, দেশের বহু যুবক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন। বর্তমানে কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান কারিগরি শিল্পকে অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে। বিপথগামী টেকনিশিয়ানদের কারণে এ সেবামূলক পেশায় নিয়োজিত অন্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছেন। 

সংগঠনের মহাসচিব বলেন, `দেশে পুরুষের পাশাপাশি নারী মোবাইল ফোন টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন। মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধ বন্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা প্রদান করতে চাই।'

সংবাদ সম্মেলনে গত বছর প্রতিষ্ঠিত সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা, ৬৪ জেলা শহর থেকে পেশার পূর্ব অভিজ্ঞতা সার্টিফিকেট প্রদান, নতুন প্রশিক্ষিত টেকনিশিয়ানকে ব্যবসা চালু এবং স্বল্প ও সহজ শর্তে ক্ষুদ্র ঋণের আওতায় আনার দাবিও জানান সংগঠনের মহাসচিব। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান খান, সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক, মামুন জয়সহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত