টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩২ মিনিট আগে