টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে