Ajker Patrika

মানিকগঞ্জে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ধস

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ধস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে জিও ব্যাগ ধসে পড়েছে। রোববার মধ্য রাত থেকে সোমবার দিনভর টানা বৃষ্টিতে এই ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে পদ্মা নদীর ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ে হাওয়া আছড়ে পড়তে থাকে তীরে। এতে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মা পাড়ে কয়েক জায়গা ও গোপীনাথপুর পদ্মা পাড় রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এ ছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগও ধসে গেছে।

নাজমুল হাসান নামে রামকৃষ্ণপুর গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ভারী বর্ষণ আর পদ্মার ঢেউয়ে রামকৃষ্ণপুর পদ্মা পাড়ের তীররক্ষা বাঁধের কয়েক জায়গা ধসে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি।’

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মাপাড়ে কয়েক জায়গায় গতকাল তীর রক্ষা বাঁধ ধসে গেছে।’

পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ধসে পড়েছে। ছবি: আজকের পত্রিকা কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক বলেন, ‘নতুন নির্মাণ করা তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হলেও আমার ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগগুলো ধসে গেছে। এ ছাড়া ১০-১৫ গজ করে কয়েক জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।’

এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁধ ধসে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত