Ajker Patrika

দুদকের আপত্তি সত্ত্বেও ভারত গেলেন সম্রাট, হাইকোর্ট বললেন তিনি ফিরবেন কি?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২৩: ৩৬
দুদকের আপত্তি সত্ত্বেও ভারত গেলেন সম্রাট, হাইকোর্ট বললেন তিনি ফিরবেন কি?

চিকিৎসার জন্য যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে সেই আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তিনি।

বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে আদালত শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।

সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, তিনি চিকিৎসার জন্য শনিবার ভারতের কলকাতায় গিয়েছেন। ২৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আদালত বলেন, ‘তাঁকে তো আবেদন দিতে হবে। কোথায় যাবে, কবে আসবে। আপনার চিকিৎসা দরকার কে বলেছে?’ মুনসুরুল হক বলেন, ডাক্তার বলেছেন। আদালত বলেন, ‘কাগজ দেখান।’ মুনসুরুল হক বলেন, ‘বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি ২৫ তারিখ ফিরে আসবেন। আমার পেছনে দৌড়াতে হবে না।’ আদালত বলেন, ‘আসবে তো?’ মুনসুরুল হক বলেন, ‘না আসার কোনো কারণ নেই।’
 
আদালত জানতে চান পাসপোর্ট কবে হাতে পাওয়া গেছে। মুনসুরুল হক বলেন, ‘গত ১ জুন। তিনি এরই মধ্যে চলে গেছেন। এই আবেদন অকার্যকর।’ এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রুল জারির আরজি জানান। আদালত বলেন, ‘তিনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে। আমরা এটি স্ট্যান্ডওভার রাখছি। ফেরত না আসলে তখন দেখা যাবে।’

এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত