Ajker Patrika

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো হিজাব র‍্যালি

ঢাবি সংবাদদাতা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪৩
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

‘প্রটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া: ঢাকা ইউনিভার্সিটি’ নামে একটি প্লাটফর্ম র‍্যালিটির আয়োজন করে।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত। তিনি বলেন, ‘হিজাব পরিধান করার ফলে বাংলাদেশের নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হন। সেই বৈষম্যের বিপক্ষে আওয়াজ তোলার জন্য দিবসটি গুরুত্বপূর্ণ।’

হিজাব দিবস পালনের মাধ্যমে সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি সম্মান তৈরি হয় মন্তব্য করে এই শিক্ষার্থী আরও বলেন, দিবসটি হিজাবের পক্ষে বৈশ্বিকভাবে সংহতি ও বোঝাপড়ার উন্নতিতে ভূমিকা রাখছে। বিগত চার বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস ঘিরে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সার্বিকভাবে এটি এখনো বাংলাদেশে জনপ্রিয় নয়।

র‍্যালিটির অন্যতম আয়োজক স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালেদ বলেন, ‘যাঁরা ফ্যাসিবাদের আমলে হিজাব-নিকাব পরিধান করেছেন, তাঁরা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন। শুধু হিজাব-নিকাবই নয়, যাঁরা দাড়ি রাখতেন ও টুপি পরতেন; তাঁরাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত