Ajker Patrika

বেনজীরের বিরুদ্ধে আদালতের ব্যবস্থায় সরকারের সমর্থন আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৪, ১৯: ৪৫
বেনজীরের বিরুদ্ধে আদালতের ব্যবস্থায় সরকারের সমর্থন আছে: অর্থমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রাহ্মানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে মন্ত্রী।

কয়েক দিন আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেন হওয়া মোট ৩৩টি হিসাব জব্দ থাকবে বলেও আদালত নির্দেশ দেন। 

এ ছাড়া আজ আরও ১১৩টি দলিলের সম্পত্তি এবং গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার ও সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশকে দেওয়া আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের প্রসঙ্গ আসে। সাংবাদিকেরা তথ্যটির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, অর্থমন্ত্রী বলেন, ‘সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসেছে।’ অর্থমন্ত্রী সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলে, ‘সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার আদেশ এসেছে?’ তখন সাংবাদিকেরা জানান, সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশপ্রধানের। 

সাংবাদিকেরা বলেন, ঋণখেলাপিরা তো অনেক শক্তিশালী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, ‘দেখা যাক, পারা যায় কিনা।’ এরপর মন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরও (বেনজীর) কি ক্ষমতা কম ছিল?’ 

আর সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত