Ajker Patrika

বাসাইলে মাস্ক না পরায় দুই পৌর কাউন্সিলরসহ পাঁচজনকে জরিমানা

প্রতিনিধি, (বাসাইল) টাঙ্গাইল
বাসাইলে মাস্ক না পরায় দুই পৌর কাউন্সিলরসহ পাঁচজনকে জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ বিস্তার ঠেকাতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। এরই অংশ হিসেবে মাস্ক বিতরণকালে স্বাস্থ্যবিধি না মানা  ও মাস্ক না পরার কারণে বাসাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ আলী সহ পাঁচজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।  

আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল পৌর এলাকার কাঁচাবাজারসহ বিভিন্ন মার্কেট ও শপিংমলে অভিযানকালে এ জরিমানা করা হয়।  

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনাকালে বলেন, করোনার ভয়াবহতা মোবাকাবেলা ও সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। স্বাস্থবিধি বাস্তবায়নে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ অব্যাহত রয়েছে। প্রতিদিনই দুইটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাসাইলে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে ও জনস্বার্থে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।  

মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল থানার অফিসার ইন চার্জ হারুনুর রশিদ, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত