নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন (১৬) ও তার মামা সাজেদুল ইসলামকে (২২) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
৩৭ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে সড়কে রক্তাক্ত অবস্থায় শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধ পড়ে ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে স্টার বেকারির বিপরীত পাশের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
২ ঘণ্টা আগে