নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
৬ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
১২ মিনিট আগেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা
২৮ মিনিট আগেফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।
১ ঘণ্টা আগে