Ajker Patrika

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৫
১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ডিএমপি

দীর্ঘ বিরতির পর আবারও মাঠের কর্মসূচি নিয়ে আসছে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর দলটি মানববন্ধন কর্মসূচির করবে বলে জানা গেছে। তবে এই কর্মসূচির অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷ 

আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ.  মহিদ উদ্দিন এ কথা জানান।  

মহিদ উদ্দিন বলেন, ‘গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থা কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, আমাদের বিবেচনায় নিতে হয়।’ 

মহিদ উদ্দিন বলেন, নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে। 

বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মহিদ উদ্দিন বলেন, এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত