Ajker Patrika

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৫: ৪০
টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদশা (৪৮), অপরজন কাশতলা গ্রামের জুয়েল (৪৫)। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। জুয়েল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল অ্যান্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে রাস্তার ওপর মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাঁদের মধ্যে চিকিৎসক আলমগীর হোসেন বাদশাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলের অপর আরোহী জুয়েলকে কালিহাতি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। কদমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ছাড়া আরেকজনকে কালিহাতী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত