কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেনি বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালনের কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে তা পালন করা সম্ভব হয়নি বলে দলের নেতারা জানিয়েছেন।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দলটির পক্ষ থেকে একদিনের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের রথখোলা এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও শহরের মুকসেদপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা কিছু নেতা-কর্মী নিয়ে রথখোলা মাঠে জড়ো হয়েছিলাম। পরে সেখান থেকে আর বিদ্যুৎ অফিসের সামনে যাইনি। তা ছাড়া প্রচণ্ড গরম ছিল। বিদ্যুৎ অফিসের সামনে সড়কে বেশি জায়গাও নেই। তাই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাইনি।’
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া বলেন, ‘একদিকে তাপমাত্রা বেশি, অন্যদিকে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যেতে পুলিশ আমাদের বাধা দেয়। তাই আমরা কিছু লোক রথখোলা মাঠে অবস্থান করি আর আর কিছু লোক গিয়ে স্মারকলিপি দিই।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত সময় অনুযায়ী বেলা ১১টায় পিডিবি কিশোরগঞ্জ কার্যালয় ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে জেলা বিএনপির কোনো নেতা-কর্মীও নেই। তবে দুই স্থানেই সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ১০-১২ জন নেতা-কর্মী পিডিবি কার্যালয়ে যান। তাঁরা পিডিবির নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন দলের নেতা-কর্মীরা।
জানা গেছে, বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। একই সঙ্গে স্মারকলিপিও দেওয়ার ঘোষণা দেন তারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব জেলার বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচিসহ স্মারকলিপি দেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘কর্মসূচিতে তারা কেউ আসেনি। তবে তারা স্মারকলিপি দিয়েছে।’
পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের বিভাগীয় ব্যবস্থাপক (জিএম) জুলফিকার হোসেন বিএনপির নেতা-কর্মীরা স্মারকলিপি দিয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন।
কিশোরগঞ্জে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেনি বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালনের কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে তা পালন করা সম্ভব হয়নি বলে দলের নেতারা জানিয়েছেন।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দলটির পক্ষ থেকে একদিনের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের রথখোলা এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও শহরের মুকসেদপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা কিছু নেতা-কর্মী নিয়ে রথখোলা মাঠে জড়ো হয়েছিলাম। পরে সেখান থেকে আর বিদ্যুৎ অফিসের সামনে যাইনি। তা ছাড়া প্রচণ্ড গরম ছিল। বিদ্যুৎ অফিসের সামনে সড়কে বেশি জায়গাও নেই। তাই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাইনি।’
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া বলেন, ‘একদিকে তাপমাত্রা বেশি, অন্যদিকে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যেতে পুলিশ আমাদের বাধা দেয়। তাই আমরা কিছু লোক রথখোলা মাঠে অবস্থান করি আর আর কিছু লোক গিয়ে স্মারকলিপি দিই।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত সময় অনুযায়ী বেলা ১১টায় পিডিবি কিশোরগঞ্জ কার্যালয় ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে জেলা বিএনপির কোনো নেতা-কর্মীও নেই। তবে দুই স্থানেই সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ১০-১২ জন নেতা-কর্মী পিডিবি কার্যালয়ে যান। তাঁরা পিডিবির নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন দলের নেতা-কর্মীরা।
জানা গেছে, বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। একই সঙ্গে স্মারকলিপিও দেওয়ার ঘোষণা দেন তারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব জেলার বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচিসহ স্মারকলিপি দেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘কর্মসূচিতে তারা কেউ আসেনি। তবে তারা স্মারকলিপি দিয়েছে।’
পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের বিভাগীয় ব্যবস্থাপক (জিএম) জুলফিকার হোসেন বিএনপির নেতা-কর্মীরা স্মারকলিপি দিয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন।
রাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৪২ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগে