নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন দিতে হবে। সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বাড়াতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘গত পাঁচ বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। দ্রব্যমূল প্রায় ২০ গুণ বেড়েছে। তাই শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন পোশাকশ্রমিকদের রেশন দেবেন। কিন্তু এখন তিনি কেন চুপ হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারছি না। অযথা ছাঁটাই ও নানা অজুহাতে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে হবে।’
এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে আন্দোলনে নামার আগে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়াতে হলে প্রথম ধাপ হলো ন্যূনতম মজুরি বোর্ড গঠন। তাই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, যেন দ্রুত এই বোর্ড গঠন করা হয়।’
তিনি আরও বলেন, ‘নানাভাবে পোশাকশ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিও অনেক শ্রমিক ঠিকমতো পান না। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও মালিকপক্ষের উচিত আন্দোলনে নামার আগেই এই ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা।
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন দিতে হবে। সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বাড়াতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘গত পাঁচ বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। দ্রব্যমূল প্রায় ২০ গুণ বেড়েছে। তাই শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন পোশাকশ্রমিকদের রেশন দেবেন। কিন্তু এখন তিনি কেন চুপ হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারছি না। অযথা ছাঁটাই ও নানা অজুহাতে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে হবে।’
এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে আন্দোলনে নামার আগে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়াতে হলে প্রথম ধাপ হলো ন্যূনতম মজুরি বোর্ড গঠন। তাই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, যেন দ্রুত এই বোর্ড গঠন করা হয়।’
তিনি আরও বলেন, ‘নানাভাবে পোশাকশ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিও অনেক শ্রমিক ঠিকমতো পান না। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও মালিকপক্ষের উচিত আন্দোলনে নামার আগেই এই ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
৪৩ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে