নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন দিতে হবে। সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বাড়াতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘গত পাঁচ বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। দ্রব্যমূল প্রায় ২০ গুণ বেড়েছে। তাই শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন পোশাকশ্রমিকদের রেশন দেবেন। কিন্তু এখন তিনি কেন চুপ হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারছি না। অযথা ছাঁটাই ও নানা অজুহাতে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে হবে।’
এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে আন্দোলনে নামার আগে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়াতে হলে প্রথম ধাপ হলো ন্যূনতম মজুরি বোর্ড গঠন। তাই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, যেন দ্রুত এই বোর্ড গঠন করা হয়।’
তিনি আরও বলেন, ‘নানাভাবে পোশাকশ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিও অনেক শ্রমিক ঠিকমতো পান না। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও মালিকপক্ষের উচিত আন্দোলনে নামার আগেই এই ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা।
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন দিতে হবে। সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বাড়াতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘গত পাঁচ বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। দ্রব্যমূল প্রায় ২০ গুণ বেড়েছে। তাই শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন পোশাকশ্রমিকদের রেশন দেবেন। কিন্তু এখন তিনি কেন চুপ হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারছি না। অযথা ছাঁটাই ও নানা অজুহাতে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে হবে।’
এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে আন্দোলনে নামার আগে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়াতে হলে প্রথম ধাপ হলো ন্যূনতম মজুরি বোর্ড গঠন। তাই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, যেন দ্রুত এই বোর্ড গঠন করা হয়।’
তিনি আরও বলেন, ‘নানাভাবে পোশাকশ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিও অনেক শ্রমিক ঠিকমতো পান না। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও মালিকপক্ষের উচিত আন্দোলনে নামার আগেই এই ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা।
ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজস্বল্পতার দোহাই দিয়ে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
১২ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
২০ মিনিট আগেময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
২২ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে