Ajker Patrika

কোরবানির মাংস নিতে গিয়ে পদদলিত হয়ে কিশোর নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১: ৩২
কোরবানির মাংস নিতে গিয়ে পদদলিত হয়ে কিশোর নিহত

ঢাকার কেরানীগঞ্জে কোরবানির মাংস নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তাসংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত আকাশের পিতার নাম ঠান্ডা মিয়া। সে পেশায় একজন রিকশাচালক এবং চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যানবাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল মিয়া এ বছর কোরবানিতে ৯টি গরু কেনেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো জবাই করেন। পরে বিকেলে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভেতরে ঢোকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। এ ছাড়া আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে বেশ কয়েকটি শিশুকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে। বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত