Ajker Patrika

শাহবাগে বাসচাপায় নারীর মৃত্যু, মিলছে না পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহবাগে বাসচাপায় নারীর মৃত্যু, মিলছে না পরিচয়

রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে ছিল চেক শাড়ি। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। সন্ধ্যা নাগাদ নিহত ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে এসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় সাভার পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন ওই নারী। পথচারীরা দ্রুত ওই নারীকে উদ্ধার করে বিএসএমএমইউতে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এসআই আরও বলেন, ‘ঘটনার পরপরই ওই বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ইসা মিয়া (৩৫) ও তার সহযোগীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত