নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম রায়হান মিয়া (২২)। আজ সোমবার সকালে উপজেলার হাইজদী ইউনিয়নের কলাগাছিয়া তাতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রায়হান একই এলাকার জালাল উদ্দিনের ছেলে। তবে স্বজনদের দাবি, রায়হান রাজমিস্ত্রি ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ভিন্ন কোনো ঘটনা ধামাচাপা দিতে তাকে চোর সাজানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেন তাঁর ঘরে চোর ঢুকেছে, তিনি চোরকে দরজা বন্ধ করে ঘরে আটকে রেখেছেন। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে বাইরে নিয়ে আসে ও পিটুনি দেয়। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ফারুক হোসেনের স্ত্রী বলেন, ‘আমি সকালে ঘরের দরজা খোলা রেখে বাইরে টয়লেটে যাই। ফিরে দেখি রায়হান ঘরে ঢুকে আলমারি ভেঙে মালামাল চুরি করছে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে সবাইকে ডাক দেই। আশপাশের লোকজন এসে তাঁকে বের করে।’
তবে অভিযোগ অস্বীকার করে নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে চোর না। সে কখনো চুরি করে নাই। তারে অন্য কোনো ঘটনায় চোর সাজায়া মারছে।’
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে সে মারা যায়। সে আসলেই চোর ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে, তা নিয়ে তদন্ত চলছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম রায়হান মিয়া (২২)। আজ সোমবার সকালে উপজেলার হাইজদী ইউনিয়নের কলাগাছিয়া তাতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রায়হান একই এলাকার জালাল উদ্দিনের ছেলে। তবে স্বজনদের দাবি, রায়হান রাজমিস্ত্রি ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ভিন্ন কোনো ঘটনা ধামাচাপা দিতে তাকে চোর সাজানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেন তাঁর ঘরে চোর ঢুকেছে, তিনি চোরকে দরজা বন্ধ করে ঘরে আটকে রেখেছেন। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে বাইরে নিয়ে আসে ও পিটুনি দেয়। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ফারুক হোসেনের স্ত্রী বলেন, ‘আমি সকালে ঘরের দরজা খোলা রেখে বাইরে টয়লেটে যাই। ফিরে দেখি রায়হান ঘরে ঢুকে আলমারি ভেঙে মালামাল চুরি করছে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে সবাইকে ডাক দেই। আশপাশের লোকজন এসে তাঁকে বের করে।’
তবে অভিযোগ অস্বীকার করে নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে চোর না। সে কখনো চুরি করে নাই। তারে অন্য কোনো ঘটনায় চোর সাজায়া মারছে।’
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে সে মারা যায়। সে আসলেই চোর ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে, তা নিয়ে তদন্ত চলছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’
চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
১ মিনিট আগেমুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
৫ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৮ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে