রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেলের গতিরোধ করে মোমেন মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা ভাগনে অনিক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া (৪০) পেশায় ডিম ব্যবসায়ী ছিলেন। তিনি শিবপুর থানার জয়নগর গাবতলী উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত ভাগনে অনিক (২০) বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে। তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, রায়পুরা পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মোমেন মিয়া তাঁর বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম থেকে ভাগনে অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়।
আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহত মোমেন মিয়ার ছোট ভাই রাসেল মিয়া বলেন, ‘অনিক একই এলাকার সবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীম (৩০) চিনতে পেরেছে। তারা মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে তারা প্রায়ই ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে আসছিল। ৫-৬ জন দুর্বৃত্ত ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। হত্যার বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেলের গতিরোধ করে মোমেন মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা ভাগনে অনিক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া (৪০) পেশায় ডিম ব্যবসায়ী ছিলেন। তিনি শিবপুর থানার জয়নগর গাবতলী উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত ভাগনে অনিক (২০) বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে। তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, রায়পুরা পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মোমেন মিয়া তাঁর বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম থেকে ভাগনে অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়।
আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহত মোমেন মিয়ার ছোট ভাই রাসেল মিয়া বলেন, ‘অনিক একই এলাকার সবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীম (৩০) চিনতে পেরেছে। তারা মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে তারা প্রায়ই ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে আসছিল। ৫-৬ জন দুর্বৃত্ত ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। হত্যার বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল...
১১ মিনিট আগেজুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে দায়ের করা মামলার মধ্যে প্রথম অভিযোগপত্র দাখিল হয়েছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে শহিদুল ইসলাম শহিদ নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হলেও ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ব্যক্তি। পরিবারের অভিযোগ, আসামি এলাকায় প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, তিন লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে...
১ ঘণ্টা আগে