গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৩৯ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে