গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বর্তমানে তাঁরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।
১৯ মিনিট আগেকাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পারে আটকা পড়েছেন অনেক যাত্রী ও যানবাহন।
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গ্রেপ্তারকৃত শাহানুর (৫৩) মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খরিয়া এলাকার মৃত সিরাজউদ্দিন সরদারের ছেলে।
৩০ মিনিট আগেধনবাড়ী থানার ওসি আকরাম হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ও মোটরসাইকেলের চালক এবং এক আরোহী মারা যান।
৩৯ মিনিট আগে