Ajker Patrika

ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা: মনট্রিমসের সেই দুই কর্মকর্তাকে অব্যাহতি

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
আত্মহত্যা করা শ্রমিক ইদ্রিস আলী। ফাইল ছবি
আত্মহত্যা করা শ্রমিক ইদ্রিস আলী। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।

অব্যাহতি দেওয়া কর্মকর্তারা হলেন কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদ।

এলাকাবাসী, কারখানার কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত মনট্রিমস কারখানার পোশাকশ্রমিক ইদ্রিস আলী গত বৃহস্পতিবার রাতের পালায় দায়িত্ব পালনকালে কারখানায় অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাসায়নিক দ্রব্যজাতীয় কিছু পান করে আত্মহত্যা করেন।

বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কারখানার ভেতরে শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল শুক্রবার রাতেই ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সকালে কারখানাটি চালু হলে প্রধান ফটকের সামনে একটি নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। সেখানে লেখা আছে, ‘আমাদের সহকর্মী মো. ইদ্রিস আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ শোক প্রকাশ এবং দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মনট্রিমস কারখানা কর্তৃপক্ষের নোটিশ দেখে কর্মস্থলে যোগ দেন শ্রমিকেরা।

ওই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই দুই কর্মকর্তা কারখানায় যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করে আসছিলেন। তাঁদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করতেন।

শ্রমিকেরা জানান, অভিযুক্ত দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তারা আন্দোলনে না গিয়ে কাজে যোগ দিয়েছেন। সহকর্মীর মৃত্যুর ঘটনার সঠিক বিচার করার দাবি জানান তাঁরা।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার জানান, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেওয়ায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি যোবায়ের আহম্মেদ জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের স্বজনেরা লাশ নিয়ে তাঁদের গ্রামের বাড়িতে গেছেন। তাঁরা ফিরলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত