Ajker Patrika

রাকার দুই মামলায় হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮: ৩৬
রাকার দুই মামলায় হাইকোর্টে জামিন

মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ তাঁকে জামিন দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ২৫ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে জামিন দেওয়া হয়। এ ছাড়া জামিন দেওয়া হয়েছে মাদক আইনের মামলায়ও। এর ফলে তাঁর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদক আইনে মামলা করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ওই দুই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন রাকা।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত