নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। কিন্তু এখন ধর্মীয় বৈষম্য চরম পর্যায়ে রয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বৈষম্য বাজেট শিরোনামের’ একটি আলোচনা সভায় এ কথা বলেন নিমচন্দ্র ভৌমিক।
নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বাংলাদেশে বিশ্বাসী হলে মুক্তিযুদ্ধে বিশ্বাসী হতে হবে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী হলে জাতীয় চার নীতি মানতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুযোগের সমতা রয়েছে সে জন্য ভারতে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শিখ মনমোহন সিং প্রধানমন্ত্রী, আদিবাসী দ্রোপদী মুর্মু, মুসলিম এপিজে আবুল কালাম রাষ্ট্রপতি হয়েছেন।’
নিমচন্দ্র আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র চাইলে বাহাত্তরের সংবিধান মানতে হবে, ধর্মনিরপেক্ষতা মানতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নিপীড়ন সম্ভব নয়। বিভিন্ন সূচকে পাকিস্তানের থেকে এগিয়ে যাচ্ছি।
গণতন্ত্রের বদলে ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা হলে পাকিস্তান বা আফগানিস্তানের মতো মসজিদে বোমা হামলা করবে জঙ্গিরা। এ দেশেও মসজিদে, ঈদের জামাতে হামলা হয়েছে। এ জন্য তামাশা করে লাভ নেই বলে মন্তব্য করেন নিমচন্দ্র।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘২০০৮ সালের পরে আমরা ভেবেছিলাম আমাদের অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই বৈষম্য দূর হয়নি। যেমন ছিল তেমনই আছে। এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি দৃঢ়ভাবেই অবস্থান করছে। অসাম্প্রদায়িক একটা চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সেই চেতনা থেকে আমরা ক্রমেই সরে আসছি।’
আলোচনা সভায় জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘ফাউন্ডেশন’-এ রূপান্তরিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পাশাপাশি সকল ধর্মসম্প্রদায়ের জন্যে উন্নয়নের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করাসহ ৪ দফা দাবির কথা উল্লেখ করেন সংগঠনটির নেতা কর্মীরা।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। কিন্তু এখন ধর্মীয় বৈষম্য চরম পর্যায়ে রয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বৈষম্য বাজেট শিরোনামের’ একটি আলোচনা সভায় এ কথা বলেন নিমচন্দ্র ভৌমিক।
নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বাংলাদেশে বিশ্বাসী হলে মুক্তিযুদ্ধে বিশ্বাসী হতে হবে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী হলে জাতীয় চার নীতি মানতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুযোগের সমতা রয়েছে সে জন্য ভারতে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শিখ মনমোহন সিং প্রধানমন্ত্রী, আদিবাসী দ্রোপদী মুর্মু, মুসলিম এপিজে আবুল কালাম রাষ্ট্রপতি হয়েছেন।’
নিমচন্দ্র আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র চাইলে বাহাত্তরের সংবিধান মানতে হবে, ধর্মনিরপেক্ষতা মানতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নিপীড়ন সম্ভব নয়। বিভিন্ন সূচকে পাকিস্তানের থেকে এগিয়ে যাচ্ছি।
গণতন্ত্রের বদলে ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা হলে পাকিস্তান বা আফগানিস্তানের মতো মসজিদে বোমা হামলা করবে জঙ্গিরা। এ দেশেও মসজিদে, ঈদের জামাতে হামলা হয়েছে। এ জন্য তামাশা করে লাভ নেই বলে মন্তব্য করেন নিমচন্দ্র।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘২০০৮ সালের পরে আমরা ভেবেছিলাম আমাদের অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই বৈষম্য দূর হয়নি। যেমন ছিল তেমনই আছে। এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি দৃঢ়ভাবেই অবস্থান করছে। অসাম্প্রদায়িক একটা চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সেই চেতনা থেকে আমরা ক্রমেই সরে আসছি।’
আলোচনা সভায় জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘ফাউন্ডেশন’-এ রূপান্তরিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পাশাপাশি সকল ধর্মসম্প্রদায়ের জন্যে উন্নয়নের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করাসহ ৪ দফা দাবির কথা উল্লেখ করেন সংগঠনটির নেতা কর্মীরা।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে