Ajker Patrika

বোনের প্রেমিককে পিটিয়ে হত্যা মামলায় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০: ১৯
বোনের প্রেমিককে পিটিয়ে হত্যা মামলায় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের প্রেমিককে পিটিয়ে হত্যার মামলায় সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত সাগর উপজেলার কলাগাছিয়া এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে। গত ২১ জুন বোনের প্রেমিক পান্ত চন্দ্র দাসকে পিটিয়ে গুরুতর জখম করেন তিনি। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটির এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, নিহত পান্ত চন্দ্র দাসের সঙ্গে বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ জুন রাতে পান্ত তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাগরসহ তাঁর স্বজনেরা পান্তকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের লোকজন খবর পেয়ে পান্ত দাসকে বাবুলের বাড়ির রান্নাঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। 

পান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। 

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত