নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাঁদের সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী শেখ আব্দুল হান্নানের খিলক্ষেত নিকুঞ্জের ৬৯৯ বর্গফুটের ও ৮২৪ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ৩ দশমিক ২০ শতাংশের একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ ও ১ দশিমক ৫০ শতাংশের তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের মিরপুর ডিওএইচএস এর ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুজনের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে কোনো টাকা নেই।
আবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগের দিন সোমবার স্ত্রী সন্তানসহ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন একই আদালত।
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাঁদের সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী শেখ আব্দুল হান্নানের খিলক্ষেত নিকুঞ্জের ৬৯৯ বর্গফুটের ও ৮২৪ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ৩ দশমিক ২০ শতাংশের একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ ও ১ দশিমক ৫০ শতাংশের তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের মিরপুর ডিওএইচএস এর ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুজনের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে কোনো টাকা নেই।
আবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগের দিন সোমবার স্ত্রী সন্তানসহ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন একই আদালত।
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৬ মিনিট আগেফরিদগঞ্জে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেচট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচি
২৯ মিনিট আগে