নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাঁদের সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী শেখ আব্দুল হান্নানের খিলক্ষেত নিকুঞ্জের ৬৯৯ বর্গফুটের ও ৮২৪ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ৩ দশমিক ২০ শতাংশের একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ ও ১ দশিমক ৫০ শতাংশের তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের মিরপুর ডিওএইচএস এর ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুজনের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে কোনো টাকা নেই।
আবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগের দিন সোমবার স্ত্রী সন্তানসহ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন একই আদালত।
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাঁদের সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী শেখ আব্দুল হান্নানের খিলক্ষেত নিকুঞ্জের ৬৯৯ বর্গফুটের ও ৮২৪ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ৩ দশমিক ২০ শতাংশের একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ ও ১ দশিমক ৫০ শতাংশের তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের মিরপুর ডিওএইচএস এর ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুজনের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে কোনো টাকা নেই।
আবেদনে বলা হয়েছে, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগের দিন সোমবার স্ত্রী সন্তানসহ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন একই আদালত।
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
২ ঘণ্টা আগে