Ajker Patrika

সহায়তা চায় বঙ্গবাজারের দরজি ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহায়তা চায় বঙ্গবাজারের দরজি ব্যবসায়ীরা 

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা। 

মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি। 

নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়? 

আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না। 

মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব। 

আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত