Ajker Patrika

পদ্মা সেতুর ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতুর ট্রেনের টিকিট বিক্রি শুরু

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথ দিয়ে আগামী ১ নভেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যে এই রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। 

আগামী ১ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস ও ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস নতুন রুট (খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া কোর্ট-রাজবাড়ি-ফরিদপুর-পদ্মা সেতু-ঢাকা–কমলাপুর) দিয়ে যাতায়াত করবে। 

গতকাল শনিবার রাত ১০টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, গতকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি ধরা হয়েছে সেই ভাড়াতেই টিকিট বিক্রি হচ্ছে। চেয়ারের ভাড়া ২৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। 

এর আগে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার। এ রেলপথের জন্য ভাড়া নির্ধারণে বাংলাদেশ রেলওয়ে একটি প্রস্তাবনা তৈরি করে। মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩০ টাকা, এসি চেয়ার ৪৪৩ টাকা, এসি সিট ৫২৯ টাকা ও এসি বার্থ ৭৯৪ টাকা প্রস্তাব করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ট্রেনে যেতে যাত্রীদের চেয়ার কোচে ভাড়া প্রস্তাব করা হয়েছিল ৩৭৭ টাকা। আন্তনগর ট্রেনের নন-এসি ভাড়া প্রস্তাব করা হয়েছিল ৩৫০ টাকা। আর এসি চেয়ারে ভাড়া প্রস্তাব করা হয় ৬৬৭ টাকা।

বর্তমানে দেশে লোকাল, মেইল, কমিউটার ও আন্তনগর—এই চার ধরনের ট্রেন চলাচল করে। লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি ৩৯ পয়সা আর আন্তনগর ট্রেনের ভাড়া নন-এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ১৭ পয়সা। আর কিলোমিটার প্রতি এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ৯৫ পয়সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত