নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশী আবেদনকারীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকৃত চাকরিপ্রত্যাশীদের ব্যানারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন।
এর আগে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ মে ইসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে একটি ক্যাটাগরিতে নিয়োগের কথা উল্লেখ থাকে। যার প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ২৮ মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। গত ১৭ জুন লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র দেওয়া হলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।
অন্যদিকে দেশের পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষাটি আর নেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং এর মাঝে আমাদের অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে।
এ ছাড়া অনেকের বয়স প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমরা চাকরিপ্রত্যাশীরা দিন দিন অসহায় হয়ে পড়েছি, বেকারত্ব দিন দিন আমাদের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে।
এতে কিছু দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো স্থগিত হওয়া লিখিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে; এ সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে; আউটসোর্সিং এবং প্রকল্প থেকে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর শাকিল সরকার ও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার বলেছেন, নির্বাচন কমিশনাররা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। কমিশন যোগদানের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে। আউটসোর্সিংয়ের কোনো জনবল বিদ্যমান নিয়োগ কার্যক্রমে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করানো হবে না।’
ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশী আবেদনকারীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকৃত চাকরিপ্রত্যাশীদের ব্যানারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন।
এর আগে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ মে ইসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে একটি ক্যাটাগরিতে নিয়োগের কথা উল্লেখ থাকে। যার প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ২৮ মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। গত ১৭ জুন লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র দেওয়া হলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।
অন্যদিকে দেশের পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষাটি আর নেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং এর মাঝে আমাদের অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে।
এ ছাড়া অনেকের বয়স প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমরা চাকরিপ্রত্যাশীরা দিন দিন অসহায় হয়ে পড়েছি, বেকারত্ব দিন দিন আমাদের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে।
এতে কিছু দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো স্থগিত হওয়া লিখিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে; এ সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে; আউটসোর্সিং এবং প্রকল্প থেকে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর শাকিল সরকার ও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার বলেছেন, নির্বাচন কমিশনাররা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। কমিশন যোগদানের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে। আউটসোর্সিংয়ের কোনো জনবল বিদ্যমান নিয়োগ কার্যক্রমে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করানো হবে না।’
বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৩ মিনিট আগেজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে