নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশী আবেদনকারীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকৃত চাকরিপ্রত্যাশীদের ব্যানারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন।
এর আগে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ মে ইসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে একটি ক্যাটাগরিতে নিয়োগের কথা উল্লেখ থাকে। যার প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ২৮ মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। গত ১৭ জুন লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র দেওয়া হলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।
অন্যদিকে দেশের পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষাটি আর নেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং এর মাঝে আমাদের অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে।
এ ছাড়া অনেকের বয়স প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমরা চাকরিপ্রত্যাশীরা দিন দিন অসহায় হয়ে পড়েছি, বেকারত্ব দিন দিন আমাদের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে।
এতে কিছু দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো স্থগিত হওয়া লিখিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে; এ সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে; আউটসোর্সিং এবং প্রকল্প থেকে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর শাকিল সরকার ও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার বলেছেন, নির্বাচন কমিশনাররা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। কমিশন যোগদানের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে। আউটসোর্সিংয়ের কোনো জনবল বিদ্যমান নিয়োগ কার্যক্রমে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করানো হবে না।’
ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশী আবেদনকারীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকৃত চাকরিপ্রত্যাশীদের ব্যানারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন।
এর আগে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ মে ইসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে একটি ক্যাটাগরিতে নিয়োগের কথা উল্লেখ থাকে। যার প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ২৮ মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। গত ১৭ জুন লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র দেওয়া হলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।
অন্যদিকে দেশের পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষাটি আর নেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং এর মাঝে আমাদের অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে।
এ ছাড়া অনেকের বয়স প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমরা চাকরিপ্রত্যাশীরা দিন দিন অসহায় হয়ে পড়েছি, বেকারত্ব দিন দিন আমাদের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে।
এতে কিছু দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো স্থগিত হওয়া লিখিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে; এ সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে; আউটসোর্সিং এবং প্রকল্প থেকে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর শাকিল সরকার ও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার বলেছেন, নির্বাচন কমিশনাররা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। কমিশন যোগদানের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে। আউটসোর্সিংয়ের কোনো জনবল বিদ্যমান নিয়োগ কার্যক্রমে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করানো হবে না।’
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
৫ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
২৭ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে