উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।
রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
২ মিনিট আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে