উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।
রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।
বর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
৮ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া
১৪ মিনিট আগে