নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘আমার একটা ভোট নষ্ট করুম ক্যান? আমি তো হ্যার কারণে ভাতা পাই। আমি হ্যারে ঠকামু ক্যান। বেশিক্ষণ লাগে নাই ভোট দিতে, এহন বাড়ি যাইতাছি।’ কথাগুলো সত্তরোর্ধ্ব নারী গোলাপি রানী দাসের।
রোববার সকালে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকার ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় দেখা মেলে গোলাপি রানী দাসের।
ভোটকেন্দ্রে এসেছেন ক্র্যাচে ভর দিয়ে। দুই পায়ে সমস্যা থাকায় হাঁটতে পারেন না ঠিকমতো। তবু শীত বা শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পান বিধায় কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ছুটে এসেছেন ভোট দিতে। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিনিধির।
কাঞ্চনের এই ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রিসাইডিং অফিসার মোহাইমিন।
তিনি বলেন, ‘সকালে ভোটার কম থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে। আশা করছি ১০টা নাগাদ ভোটারদের বাড়তি উপস্থিতি দেখা যাবে। এখানে কোনো সমস্যা নেই।’
‘আমার একটা ভোট নষ্ট করুম ক্যান? আমি তো হ্যার কারণে ভাতা পাই। আমি হ্যারে ঠকামু ক্যান। বেশিক্ষণ লাগে নাই ভোট দিতে, এহন বাড়ি যাইতাছি।’ কথাগুলো সত্তরোর্ধ্ব নারী গোলাপি রানী দাসের।
রোববার সকালে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকার ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় দেখা মেলে গোলাপি রানী দাসের।
ভোটকেন্দ্রে এসেছেন ক্র্যাচে ভর দিয়ে। দুই পায়ে সমস্যা থাকায় হাঁটতে পারেন না ঠিকমতো। তবু শীত বা শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পান বিধায় কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ছুটে এসেছেন ভোট দিতে। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিনিধির।
কাঞ্চনের এই ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রিসাইডিং অফিসার মোহাইমিন।
তিনি বলেন, ‘সকালে ভোটার কম থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে। আশা করছি ১০টা নাগাদ ভোটারদের বাড়তি উপস্থিতি দেখা যাবে। এখানে কোনো সমস্যা নেই।’
রংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
২ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
৪ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
৬ মিনিট আগেরমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। লোডশেড মুক্ত রাখতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে বেশি। এ ছাড়া শিল্প, কলকারখানায়ও গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আর এতেই টান পড়েছে বাসাবাড়ির
২৬ মিনিট আগে