গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসের একজন সেনাসদস্য।
জানা যায়, সেনাসদস্য সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাঁকে চাপা দেয়। নিহতের কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট মোবাইল, একটি বাটন মোবাইল, বিভিন্ন জনের ৫টি পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কের মাঝে পড়ে আছেন। তাঁর বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে আরোহীর মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসের একজন সেনাসদস্য।
জানা যায়, সেনাসদস্য সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাঁকে চাপা দেয়। নিহতের কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট মোবাইল, একটি বাটন মোবাইল, বিভিন্ন জনের ৫টি পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কের মাঝে পড়ে আছেন। তাঁর বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে আরোহীর মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
১ সেকেন্ড আগেমুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
৪ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৭ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে