সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ছেলের দ্বিতীয় স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে (২৫) আসামি করে ভুক্তভোগীর মা মমতাজ বেগম সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আজ শুক্রবার নাদিয়া ইশরাত শিলাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি তাঁর স্বামী মো. রিপনের (৩০) সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন যে তাঁর পরনের লুঙ্গি ভেজা এবং তাঁর পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। সে সময় তার স্ত্রী ঘরে নেই। তখন তিনি ঘরের লাইট জ্বালিয়ে দেখেন, তাঁর বিশেষাঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী ঘর থেকে ভাড়াটিয়া এসে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আশপাশের লোকজন তাঁর দ্বিতীয় স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।
আসামির বরাত দিয়ে পুলিশ বলছে, ভুক্তভোগী রিপন পেশায় একজন ড্রাইভার। রিপনের সঙ্গে অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলার বিয়ে হয় দুই বছর আগে। এটি তাঁর ২য় বিয়ে। হঠাৎ করে তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তা ভালো লাগে না অভিযুক্ত নাদিয়ার। তখন রিপনের প্রতি ক্ষোভে তাঁর স্বামী রিপনকে ঘুমন্ত অবস্থায় রেখে ব্লেড দিয়ে বিশেষাঙ্গ কেটে রক্তাক্ত ও জখম করেন।
ভুক্তভোগীর মা মমতাজ বেগম বলেন, ‘আমি এই ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই। সেখানে যেয়ে দেখি আমার ছেলে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমার সাথে কথা বলতে পারছে না। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এতক্ষণ চিকিৎসা দেওয়ার পর সে একটুও সুস্থ হয়নি।’
মমতাজ বেগম আরও বলেন, ‘ডাক্তার বলেছে রিপন সুস্থ হবে, তবে অনেক সময় লাগবে।’
এ বিষয়ে সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে আমরা গ্রেপ্তার করেছি।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ছেলের দ্বিতীয় স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে (২৫) আসামি করে ভুক্তভোগীর মা মমতাজ বেগম সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আজ শুক্রবার নাদিয়া ইশরাত শিলাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি তাঁর স্বামী মো. রিপনের (৩০) সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন যে তাঁর পরনের লুঙ্গি ভেজা এবং তাঁর পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। সে সময় তার স্ত্রী ঘরে নেই। তখন তিনি ঘরের লাইট জ্বালিয়ে দেখেন, তাঁর বিশেষাঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী ঘর থেকে ভাড়াটিয়া এসে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আশপাশের লোকজন তাঁর দ্বিতীয় স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।
আসামির বরাত দিয়ে পুলিশ বলছে, ভুক্তভোগী রিপন পেশায় একজন ড্রাইভার। রিপনের সঙ্গে অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলার বিয়ে হয় দুই বছর আগে। এটি তাঁর ২য় বিয়ে। হঠাৎ করে তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তা ভালো লাগে না অভিযুক্ত নাদিয়ার। তখন রিপনের প্রতি ক্ষোভে তাঁর স্বামী রিপনকে ঘুমন্ত অবস্থায় রেখে ব্লেড দিয়ে বিশেষাঙ্গ কেটে রক্তাক্ত ও জখম করেন।
ভুক্তভোগীর মা মমতাজ বেগম বলেন, ‘আমি এই ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই। সেখানে যেয়ে দেখি আমার ছেলে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমার সাথে কথা বলতে পারছে না। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এতক্ষণ চিকিৎসা দেওয়ার পর সে একটুও সুস্থ হয়নি।’
মমতাজ বেগম আরও বলেন, ‘ডাক্তার বলেছে রিপন সুস্থ হবে, তবে অনেক সময় লাগবে।’
এ বিষয়ে সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে আমরা গ্রেপ্তার করেছি।’
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে