ঢাবি প্রতিনিধি
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
৪ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
৭ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১২ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
২৩ মিনিট আগে