ঢাবি প্রতিনিধি
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৪ মিনিট আগেদেশে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আসরের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াড আয়
৭ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘১৯ ব্যাচের উদ্যোগে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১৪ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ জুলাই) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি ঘরে অগ্নিসংযোগ ও একটি মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পরিবারের পক্ষ অবলম্বন করা আমজাদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্
২০ মিনিট আগে