Ajker Patrika

জামিন পেলেন দস্যুতার মামলায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের দুই নেতা 

ঢাবি প্রতিনিধি
জামিন পেলেন দস্যুতার মামলায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের দুই নেতা 

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন। 

এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়। 

এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’ 

নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। 

এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত