Ajker Patrika

পিএসসির সংস্কারের আশ্বাসে অনশন ভাঙলেন আন্দোলনকারীরা

ঢাবি সংবাদদাতা
৯০ ঘণ্টা পর অনশন ভাঙেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা
৯০ ঘণ্টা পর অনশন ভাঙেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত চাকরিপ্রার্থীরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে প্রায় ৯০ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চপর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাকরিপ্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। তিনি জানান, অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও ২০ থেকে ৩০ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।

এদিকে, আন্দোলনকারীরা বলছেন, তাঁরা অনশন থেকে সরে এলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তাঁরা অনশন থেকে সরে এলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত