Ajker Patrika

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হওয়া বাবুল হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গতকাল রোববার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। 

নিহত বাবুল হাওলাদারের ছেলে মো. পারভেজ হাওলাদার জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার আপর গ্রামে। তবে তাঁরা রামপুরার উলন রোডে থাকতেন। বাবুল হাওলাদার রং মিস্ত্রির কাজ করতেন। 

পারভেজ জানান, গত ১৯ জুলাই শুক্রবার সকালে পূর্ব রামপুরা কাজে গিয়েছিলেন তাঁর বাবা। দুপুরে জুমার নামাজের পর সেখান থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন ওই এলাকাতে ব্যাপক আন্দোলন ও গোলাগুলি চলছিল। তিনি হাতিরঝিল পলাশবাগ মোড় দিয়ে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গেলে তার গলার নিচে একটি গুলি লাগে। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে ওই দিনই ঢাকা মেডিকেলে এনে ভর্তি করেন। 

পারভেজের দাবি, তাঁর বাবা কোনো আন্দোলনে ছিলেন না। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত ব্যক্তির গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত