Ajker Patrika

পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০: ৪২
পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ হাজার ইয়াবাসহ এক কৃষি কর্মকর্তা ও তাঁর স্বামী এবং গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের মাধ্যমে ইয়াবা পাচারকালে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গোপালদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তাঁর স্বামী দক্ষিণপাড়া এলাকার মোতাহার হোসেন সেলিম (৪৫) ও প্রাইভেট কারের চালক একই এলাকার আজিজুল হক (৩০)।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, ‘গোপন সংবাদ ছিল একটি প্রাইভেট কারে মাদক পাচার হচ্ছে। পরে আমাদের টিম সেখানে অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারে ৫ হাজার ইয়াবা পাওয়া গেছে। আমরা সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছি।’ 

এ নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘আমি আমার বান্ধবীদের নিয়ে ঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে আমার স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ীতে আছেন, যেন তাঁকে নিয়ে যাই। তবে তাঁর সঙ্গে কী ছিল তা আমার জানা নেই। গত এক বছর ধরে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল না। সম্প্রতি তিনি ভালো হয়ে গেছেন জানালে আমি তাঁর সঙ্গে সংসার শুরু করি। আমি নির্দোষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত