Ajker Patrika

ঢাকা ওয়াসার এমডি পদে সপ্তম মেয়াদে নিয়োগ পেলেন তাকসিম

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানকে সপ্তমবারের মতো একই পদে পুনঃনিয়োগ দিয়েছে সরকার। ষষ্ঠবারের মেয়াদ শেষ করার আগেই ৩ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পাস-২) মো. মুস্তাফিজুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।

এর আগে গত ১১ জুলাই ওয়াসার বোর্ড সভায় পাস করিয়ে তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত