Ajker Patrika

কারাগারে জেনেও খুনের আসামিকে মনোনয়ন দিয়েছিল আ. লীগ, পরে সংশোধন

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার 
কারাগারে জেনেও খুনের আসামিকে মনোনয়ন দিয়েছিল আ. লীগ, পরে সংশোধন

ছয় ছাত্রকে পিটিয়ে মারা ঘটনায় দুদিন আগে সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই চেয়ারম্যানকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়ে গতকাল শনিবার রাতে তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। অবশ্য এর ঘণ্টাখানেক পরেই তা সংশোধন করে রাকিব আহম্মেদ নামের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

প্রথম বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে সংশোধনী দেওয়া হয়।

বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ২০১১ সালে আমিনবাজারের কেবলারচরে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি। গত ২ ডিসেম্বর আলোচিত এই হত্যা মামলার রায়ে আনোয়ার হোসেনসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।  

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী চারটি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হয়। ওই তালিকায় সাভারের আমিনবাজার ইউপিতে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নাম দেখা যায়। এর ঘণ্টাখানেক পরে ই-মেইলে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেনের পরিবর্তে রকিব আহম্মেদের নাম উল্লেখ করা হয়।

savar-ALআওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সংশোধিত তালিকা সংক্রান্ত ই-মেইলে বলা হয়, মনোনয়ন বোর্ডের মুলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানতাবশত একটি ইউপির চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হয়। ওই ইমেইলে (সংশোধিত তালিকা সংক্রান্ত ইমেইলে) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মো. রকিব আহম্মেদকে উল্লেখ করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনোয়ার হোসেনসহ কেন্দ্রে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাব থেকে আনোয়ার হোসেনকে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন তাঁকে আদালত থেকে দণ্ডিত করা হয়নি। তবে তিনি জেল হাজতে ছিলেন। বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য জনকে মনোনীত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত