Ajker Patrika

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৪, ২২: ৪০
নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসার প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাগড়পাড়া মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষকের নাম মাওলানা ইসরাফিল হোসেন (৪০)। তিনি একই এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাতেনের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের বরাতে পুলিশ জানায়, সকালে মাদ্রাসার বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। মেরামতের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত