Ajker Patrika

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৬: ০৫
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: আজকের পত্রিকা
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: আজকের পত্রিকা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার দুপুর ১টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন তাঁরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ১টা ৫০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বিডিআর সদস্যরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়। পুলিশ এ সময় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।
শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নাজমুল হক নামের একজন বলেন, অন্যায়ভাবে যারা জেলে রয়েছে তাদের মুক্তি এবং বিভিন্ন কারণে আওয়ামী লীগের আমলে যে বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারাও বাতিল করতে হবে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।
শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

পুলিশ আন্দোলনকারী বিডিআর সদস্যদের শিক্ষা ভবনের মোড় থেকে সরিয়ে দিলে দোয়েল চত্বরের দিকে যেতে থাকেন তাঁরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকেন। এ সময় মিছিলটি শিক্ষা ভবনের পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এতে সড়ক অবরোধ করে বসে পড়েন আন্দোলনরতরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত