Ajker Patrika

কিশোরগঞ্জে এক দিনে মৃত্যু ৯, শনাক্ত ৮৯

প্রতিনিধি, কিশোরগঞ্জ
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
Thumbnail image

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৩, করিমগঞ্জ উপজেলায় ৪, পাকুন্দিয়া উপজেলায় ৯, কটিয়াদী উপজেলায় ১৪, কুলিয়ারচর উপজেলায় ৮, ভৈরব উপজেলায় ২০, নিকলী উপজেলায় ২, বাজিতপুর উপজেলায় ৫, ইটনা উপজেলায় ২, মিঠামইন উপজেলায় ১ ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৮৬। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১ হাজার ৪১৯ জন। তাঁদের মধ্যে ১১৩ জন হাসপাতালে ও ১ হাজার ৩০৬ জন হোম আইসোলেশনে রয়েছেন। এ সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৭ হাজার ২৮৯, সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫১ এবং মারা গেছেন ১১৯ জন।

বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৪১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭১৯, হোসেনপুর উপজেলায় ৩৯, করিমগঞ্জ উপজেলায় ৬৮, তাড়াইল উপজেলায় ৪৪, পাকুন্দিয়া উপজেলায় ১২৪, কটিয়াদী উপজেলায় ১৫৮, কুলিয়ারচর উপজেলায় ২২, ভৈরব উপজেলায় ১৪১, নিকলী উপজেলায় ১২, বাজিতপুর উপজেলায় ৫১, ইটনা উপজেলায় ২৭, মিঠামইন উপজেলায় ১২ ও অষ্টগ্রাম উপজেলায় ২ জন রয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ১১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১, হোসেনপুর উপজেলায় ৫, করিমগঞ্জ উপজেলায় ৮, তাড়াইল উপজেলায় ৫, পাকুন্দিয়া উপজেলায় ৭, কটিয়াদী উপজেলায় ৭, কুলিয়ারচর উপজেলায় ৫, ভৈরব উপজেলায় ২৫, নিকলী উপজেলায় ৬, বাজিতপুর উপজেলায় ৮, ইটনা উপজেলায় ১ ও মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত