Ajker Patrika

কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ১ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ১৭
কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ১ 

কিশোরগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার সোহেল মিয়ার মাছের খামারে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে আবুল কালাম ও কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার একটি মৎস্য খামারে আজ সকালে পরিচর্যার কাজ করেছিলেন তিন কর্মচারী। সকালে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে মাছের খামারের ওই তিন কর্মচারী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কুয়েত মিয়া ও আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আহত রতন মিয়া (৪৫) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যদিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত