Ajker Patrika

হরিরামপুরে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানো ২ ইউপি সদস্য বরখাস্ত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯: ১৩
হরিরামপুরে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানো ২ ইউপি সদস্য বরখাস্ত

মানিকগঞ্জের হরিরামপুরে দুই জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে গত ১১ মার্চ স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার বিভাগের ওই চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ করায় কেন তাঁদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে এর জবাব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁরা জবাব দিলে আমরা সেটা স্থানীয় সরকার বিভাগে পাঠাব।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। গত ২ জুলাই ওই ইউপি সদস্যের হাত ধরে পালিয়ে যান দুই সন্তানের জননী সংরক্ষিত নারী ইউপি সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত