Ajker Patrika

গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাবির মিয়া। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানি আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি। উত্তরা পশ্চিম থানায় ১৩ জানুয়ারি মামলাটি করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত