শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ব্যাংকে যাওয়ার সময় পথরোধ করে মো. ফেরদৌস আহমেদ বাবুল (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও মারধর করে ৪ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা শ্রীপুর সড়কের পটকা এলাকায় এ ঘটনা ঘটে।
ফেরদৌস আহমেদ বাবুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির নেতাকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ফেরদৌস আহমেদ বলেন, আজ সকালে ৪ লাখ ১৩ হাজার টাকা সঙ্গে নিয়ে শ্রীপুর শহরের একটি ব্যাংকে জমা দিতে যাই। পথিমধ্যে পটকা গ্রামের সড়কপাড়া শফিকের মার্কেট পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করে। এরপর আমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। ধারালো দা দিয়ে সজোরে কোপ দেয়। আমি প্রতিরোধ করতে গেলে আমার হাতে দায়ের কোপ লাগলে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তাঁরা ৪ লাখ ১৩ টাজার টাকা ছিনিয়ে নেয়।
ফেরদৌস আহমেদ আরও বলেন, ফারুক ও তাঁর লোকজন টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পরপরই আশপাশের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সময় আমি শুধু ফারুককে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনব।
গাজীপুরের শ্রীপুরে ব্যাংকে যাওয়ার সময় পথরোধ করে মো. ফেরদৌস আহমেদ বাবুল (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও মারধর করে ৪ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা শ্রীপুর সড়কের পটকা এলাকায় এ ঘটনা ঘটে।
ফেরদৌস আহমেদ বাবুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির নেতাকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ফেরদৌস আহমেদ বলেন, আজ সকালে ৪ লাখ ১৩ হাজার টাকা সঙ্গে নিয়ে শ্রীপুর শহরের একটি ব্যাংকে জমা দিতে যাই। পথিমধ্যে পটকা গ্রামের সড়কপাড়া শফিকের মার্কেট পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করে। এরপর আমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। ধারালো দা দিয়ে সজোরে কোপ দেয়। আমি প্রতিরোধ করতে গেলে আমার হাতে দায়ের কোপ লাগলে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তাঁরা ৪ লাখ ১৩ টাজার টাকা ছিনিয়ে নেয়।
ফেরদৌস আহমেদ আরও বলেন, ফারুক ও তাঁর লোকজন টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পরপরই আশপাশের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সময় আমি শুধু ফারুককে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনব।
রোববার বিকেলে রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রায় এমন দৃশ্যই দেখা যায়। নগরের রেলগেট থেকে সাহেববাজার পর্যন্ত পদযাত্রার পুরোটি সময়ই এনসিপি নেতা-কর্মীদের একটি দলকে মিছিলের শেষে থেকে এভাবে ময়লা-আবর্জনা তুলে নিতে দেখা গেছে। এর নেতৃত্বে ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম।
৭ মিনিট আগেবিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।
৪৩ মিনিট আগেসাইফুলের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে তাঁর জ্বর ছিল। অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ ঘণ্টা আগেসেদিনের হামলায় কনস্টেবল আনছারুল হক, জহিরুল ইসলাম ও গৃহবধূ ঝরনা রানী ভৌমিক নিহত হন। নিহত হন এক জঙ্গি আবির হোসেন। আহত হন আরও ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লি। গুলির আঘাতে নিহত ঝরনা রানীর স্মরণে হামলার স্থানের গলিটির নাম রাখা হয়েছে ‘ঝরনা রানী ভৌমিক সড়ক’।
২ ঘণ্টা আগে