Ajker Patrika

শ্রীপুরে পথরোধ করে বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. ফেরদৌস আহমেদ বাবুল। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. ফেরদৌস আহমেদ বাবুল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ব্যাংকে যাওয়ার সময় পথরোধ করে মো. ফেরদৌস আহমেদ বাবুল (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও মারধর করে ৪ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা শ্রীপুর সড়কের পটকা এলাকায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস আহমেদ বাবুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির নেতাকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফেরদৌস আহমেদ বলেন, আজ সকালে ৪ লাখ ১৩ হাজার টাকা সঙ্গে নিয়ে শ্রীপুর শহরের একটি ব্যাংকে জমা দিতে যাই। পথিমধ্যে পটকা গ্রামের সড়কপাড়া শফিকের মার্কেট পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করে। এরপর আমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। ধারালো দা দিয়ে সজোরে কোপ দেয়। আমি প্রতিরোধ করতে গেলে আমার হাতে দায়ের কোপ লাগলে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তাঁরা ৪ লাখ ১৩ টাজার টাকা ছিনিয়ে নেয়।

ফেরদৌস আহমেদ আরও বলেন, ফারুক ও তাঁর লোকজন টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পরপরই আশপাশের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সময় আমি শুধু ফারুককে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত