Ajker Patrika

সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতন দাবি ডাক কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২৩, ১৪: ৩১
সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতন দাবি ডাক কর্মচারীদের

সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতনসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম নিজাম ১০ দফা দাবি উত্থাপন করেন। সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা করা ছাড়াও বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে—২৩ হাজার অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের জাতীয়করণ করা, ইডি কল্যাণ ট্রাস্টে কর্মচারীদের জমাকৃত অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা, ডাকঘর কর্মচারী আচরণ ও নিয়োগ বিধিমালা প্রণয়ন করা, সরকারি সব ছুটি ভোগের সুযোগ দেওয়া, বয়স্ক ও পেনশনযোগ্য কর্মচারীদের এককালীন গ্র্যাচুইটির ব্যবস্থা করা, ছাতা-জুতা-পোশাক বরাদ্দ করা, সব উৎসব ভাতা প্রদান করা, ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করা। 

মো. সিরাজুল ইসলাম নিজাম বলেন, ‘বর্তমানে আমাদের মাসিক ভাতা ৪ হাজার ৪৬০ টাকা। সরকারি অফিসে কাজ করলেও আমরা উৎসব ভাতা পাই না। আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মচারী হতে চাই। তাই আমাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত