Ajker Patrika

ভোট দিয়ে গর্ব বোধ করেন শতবর্ষী লেবাচন্দ্র ঋষি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫: ২৪
ভোট দিয়ে গর্ব বোধ করেন শতবর্ষী লেবাচন্দ্র ঋষি

‘এই দ্যাশ আমার, তাই ভোট দিতে আইছি। গতবারও ভোট দিছি। আমার দাম আছে না?’ নিজের ভোটাধিকার নিয়ে কাঁপা কাঁপা গলায় এ কথাগুলো বলছিলেন শতবর্ষী বৃদ্ধ লেবাচন্দ্র ঋষি। তাঁর প্রকৃত বয়স ১০৫ বছর। 

আজ ঢাকা ঢাকা-৪ আসনে জুরাইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এলে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হয় তাঁর। 
বেলা ১১টা ১৫ মিনিটে নিজের ভোট দিয়ে বের হন লেবাচন্দ্র। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ আমার। ভোট দেওয়া আমার অধিকার। ভোট দিতে ভালো লাগে। আমি এই দেশের না?’ এর পরই ভোট দেওয়া নিয়ে গর্বের স্বরে বললেন, ‘পাকিস্তান আমল থেকে ভোট দেই। দেশে ভোট হলেও প্রতিবার দেই। যত দিন বাঁচব, ভোট দিয়ে যাব।’ 

লেবাচন্দ্রকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে এসেছেন তাঁর ভাতিজা মিথুন দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যাঠা নিজে থেকে ভোট দেওয়ার কথা বলে, সে জন্য নিয়ে আসছি। এর আগেও উনি সব নির্বাচনেই ভোট দিয়েছেন।’ 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত