Ajker Patrika

এ্যানির কোলজুড়ে স্বপ্ন-পদ্মা-সেতু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১২: ১৩
Thumbnail image

গত শুক্রবার (১৭ জুন) সকালটি ছিলো এ্যানি-অপু দম্পতির জন্য জীবনের অন্যতম খুশির দিন। একই সঙ্গে এই দম্পতির ঘরে আসে তিন সন্তান। তাদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। পুরো দেশ যখন পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গুনছে, ঠিক তখনই সেই স্মৃতি আঁকড়ে রাখার পরিকল্পনা করেন তাঁরা। তিন সন্তানের নাম দেন যথাক্রমে স্বপ্ন, পদ্মা, সেতু। 

গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। তিন সন্তানের মা এ্যানি বেগম (২৪) বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে অপু ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন। 

তিন সন্তানের এমন চমকপ্রদ নামকরণের বিষয়ে আশরাফুল ইসলাম অপু বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল করে তাদের নাম রেখেছি। ছেলের নাম স্বপ্ন, আর মেয়ে দুটির নাম পদ্মা ও সেতু। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘সকাল ১০টায় সিজারের মাধ্যমে এ্যানি অপু দম্পতির তিন সন্তানের জন্ম হয়। মা ও সন্তানেরা সবাই ভালো আছে। যেহেতু এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কারণে স্মরণীয় করে রাখতে তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে নাম রেখেছে।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত