Ajker Patrika

চাকরিতে কোটা ও পৃথক মন্ত্রণালয় চায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ০২
চাকরিতে কোটা ও পৃথক মন্ত্রণালয় চায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা

চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহাল, পৃথক মন্ত্রণালয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় তারা।

জাতীয় আদিবাসী পরিষদের তিন দশকের লড়াই-সংগ্রাম উপলক্ষে আয়োজিত এ সমাবেশে আরও দাবি করা হয়, উচ্চশিক্ষায় আদিবাসী কোটা বাস্তবায়ন করা, গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যা ও রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার করা, পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি অনতিবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন করা। 

জাতীয় জাদুঘরের সামনে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত সমাবেশজাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে বৃহত্তর ঢাকা কমিটির সাধারণ সম্পাদক বিভূতী ভূষণ মাহাতোর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ আদিবাসী সমিতির উপদেষ্টা আরিফ খান ইউসুফ জাই, বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার রক্ষায় ভূমি কমিশন গঠনের বিকল্প নেই। বাংলাদেশের আদিবাসীদের অধিকার রক্ষায় রাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। স্বাধীন দেশ হিসেবে এ দেশের আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি। 

জাতীয় জাদুঘরের সামনে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত সমাবেশরাজেকুজ্জামান রতন বলেন, ‘বাংলাদেশের আদিবাসী যুবরা মাথায় রাখেন, কাকে ভোট দেবেন, কাকে ভোট দিলে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা যদি সংগঠিত থাকতেন, তবে আপনারা সংসদের কয়েকটি আসন বরাদ্দ পেতেন। সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা করতে হবে। তাহলে আদিবাসীরা তাদের ভোটাধিকার পাবে। বাংলার ভাষায় আদিবাসীদের প্রায় ১৪ হাজারের অধিক শব্দ রয়েছে যেগুলো বাংলা বলে চালিয়ে দেওয়া হয়।’ 

বরীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের জন্য আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে। তা না হলে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যাব। আমাদের লড়াই এবং সংগ্রাম যদি ন্যায়সংগত থাকে তবে আমরা সফল হব, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত