Ajker Patrika

আদমজী ইপিজেডে হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি
আদমজী ইপিজেডে হামলার অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
আদমজী ইপিজেডে হামলার অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় আটক ৪৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।

এর আগে গতকাল শনিবার বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ না দেওয়ায় কয়েক শ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলার ও ভাঙচুর চালান।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ ও অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে মারধরও করেন। কারখানা বন্ধ না করলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান আজকের পত্রিকাকে বলেন, ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের আজ আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত