নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্মীপুরে পুলিশ হেফাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমএসএফের ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লক্ষ্মীপুরে পুলিশ পরোয়ানাভুক্ত আসামি আবদুল কুদ্দুছকে (৪৫) ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে সদরের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। থানা হেফাজতে নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমএসএফ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এ মৃত্যুর সঙ্গে অবহেলা বা নির্যাতনমূলক আচরণের উপাদান থেকে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড এলাকার কসমিক ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার এবং মিনহাজ ফার্মেসির মালিক আবদুল কুদ্দুছকে সন্ধ্যা ৭টার দিকে সদর থানা-পুলিশ ঢাকার ওয়ারী থানায় চেক প্রত্যাখ্যান হওয়ার মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে। পরে থানা হেফাজতে নেওয়ার পর তাঁর বুকে ব্যথা অনুভব হয়। রাত ১০টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি ও চিকিৎসকদের বক্তব্য—আবদুল কুদ্দুছ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিনসহ বিপুলসংখ্যক পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন।
আবদুল কুদ্দুছের পরিবার ও এলাকাবাসী জানান, কুদ্দুছকে গ্রেপ্তারের পর তাঁর বুকে ব্যথা অনুভব হয়। কিছুক্ষণ পর হাসপাতাল প্রাঙ্গণে এসে অ্যাম্বুলেন্সে মরদেহ দেখতে পান। সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, আসামি আবদুল কুদ্দুছ পুলিশি নির্যাতনে মারা গেছেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএফ মনে করে, হেফাজতে যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ হেফাজতে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যু অবশ্যই গুরুতর ঘটনা। তাই এর পূর্ণ সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এমএসএফ মনে করে, আবদুল কুদ্দুছের মৃত্যু যেভাবেই হোক না কেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
লক্ষ্মীপুরে পুলিশ হেফাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমএসএফের ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লক্ষ্মীপুরে পুলিশ পরোয়ানাভুক্ত আসামি আবদুল কুদ্দুছকে (৪৫) ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে সদরের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। থানা হেফাজতে নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমএসএফ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এ মৃত্যুর সঙ্গে অবহেলা বা নির্যাতনমূলক আচরণের উপাদান থেকে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড এলাকার কসমিক ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার এবং মিনহাজ ফার্মেসির মালিক আবদুল কুদ্দুছকে সন্ধ্যা ৭টার দিকে সদর থানা-পুলিশ ঢাকার ওয়ারী থানায় চেক প্রত্যাখ্যান হওয়ার মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে। পরে থানা হেফাজতে নেওয়ার পর তাঁর বুকে ব্যথা অনুভব হয়। রাত ১০টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি ও চিকিৎসকদের বক্তব্য—আবদুল কুদ্দুছ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিনসহ বিপুলসংখ্যক পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন।
আবদুল কুদ্দুছের পরিবার ও এলাকাবাসী জানান, কুদ্দুছকে গ্রেপ্তারের পর তাঁর বুকে ব্যথা অনুভব হয়। কিছুক্ষণ পর হাসপাতাল প্রাঙ্গণে এসে অ্যাম্বুলেন্সে মরদেহ দেখতে পান। সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, আসামি আবদুল কুদ্দুছ পুলিশি নির্যাতনে মারা গেছেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএফ মনে করে, হেফাজতে যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ হেফাজতে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যু অবশ্যই গুরুতর ঘটনা। তাই এর পূর্ণ সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এমএসএফ মনে করে, আবদুল কুদ্দুছের মৃত্যু যেভাবেই হোক না কেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে