Ajker Patrika

কাপাসিয়ায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়ায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ

গাজীপুরের কাপাসিয়া আওয়ামী লীগের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম বলেন, ‘আগামীকাল ভোট। মানুষজন যেন সানন্দে ভোটকেন্দ্রে যেতে না পারে সে জন্য ভীতিসঞ্চার করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকতে পারে। ককটেল বিস্ফোরণের সময় ১০ থেকে ১৫ জন নেতা কর্মী অফিস কক্ষে ছিলেন। তারা কেউ আহত হননি। এই নাশকতার বিষয়ে কাপাসিয়া থানায় আমরা একটি লিখিত অভিযোগ করব।’ 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাজলের নম্বরে একাধিকবার ফোন দিয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত